How Are You!!✪আসসালাম ওয়ালাইকুম✪আশা করি ভালোই আছেন।কারণ কেউ ভালো না থাকলে ★RifatBD★ তে ভিজিট করে না।আর আপনাদের দোয়াতে আমিও ভালো আছি।তাই আপনাদের জন্য নিয়েআসলাম নতুন এক ট্রিক। ARTICLE
Article:- A, An, The কে
ইংরেজিতে Article বলে।
Parts of speech হিসেবে এরা
Adjective এর ন্যায় কাজ করে
বলে এদেরকে Adjective বলা
হয়।
Article সাধারনত ২ প্রকার :
(1) Definite Article
(2) indefinite Article
The কে Definite Article বলা
হয়। কোন কিছুকে নির্দিষ্ট
করে বুঝাতে Definite Article
ব্যবহৃত হয়। যেমন:
i. The box is on the table.
এখানে নির্দিষ্ট করে
শুধুমাত্র ঐ বক্সটির কথা বলা
হচ্ছে যেটি টেবিলের
উপরে রাখা আছে।
A ও An কে indefinite Article
বলা হয়। কোন কিছুকে
সাধারনভাবে বা
অনির্দিষ্টভাবে বুঝাতে
indefinite Article ব্যবহৃত হয়।
যেমন:
i. A tiger lives in a forest.
এখানে বলা হচ্ছে একটি বাঘ
বনে বাস করে কিন্তু
নির্দিষ্ট করে বলা হয়নি
কোন বনে বাস করে।
Usage of Articles :
Article A / An- এর ব্যবহার :
Rule-1: সাধারনত শব্দের
শুরুতে Consonant (b,c,d…..z) word
থাকলে তার পূর্বে Article ‘a’
বসে। যেমন:
i. Peu has a pen.
Rule-2: সাধারনত শব্দের
শুরুতে Vowel (a,e,i,o,u) word
থাকলে তার পূর্বে Article ‘an’
বসে। যেমন:
i. The game has come to an end.
Rule-3: To be verb এর পর
সাধারণত Article ‘a’/ ‘an’ বসে।
যেমন:
i. Rabbani is a student.
ii. It is an umbrella.
Rule-4: তুলনা অর্থে Proper
noun যদি Common noun রূপে
ব্যবহৃত হয় তাহলে তার পূর্বে
Article ‘a’/ ‘an’ বসে। যেমন:
i. You are a Shakespeare, I see
ii. You will be a Fazlul Haque,I
think
iii. Borhan will be able to become
an Imran khan. তাহলে ভাই ভালো থাকুন সুস্থ থাকুন RifatBD এর সাথেই থাকুন !ধন্যবাদ!
No responses to ARTICLE সম্পর্কে কিছু ধারণা
Be first Make a comment.